আনলিমিটেড নিউজ, মাগুরা : আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মাগুরা ১ আসনে সাইফুজ্জামান শিখরকে এগিয়ে রাখছে মাগুরাবাসী।
এই আসনে কুতুবুল্লাহ কূটি, বর্তমান সাংসদ এ টি এম আব্দুল ওহাব ও সাইফুজ্জামান শিখর মনোনয়নের দৌড়ে প্রতিযোগিতা করলেও, মাগুরার জনগণ সাইফুজ্জামান শিখরের হাতেই নৌকা প্রতীক এবং মাগুরা ১ আসনের সাংসদের ভূমিকায় দেখতে চায়।
দীর্ঘদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী থাকার সুবাদে মাগুরার টেকসই উন্নয়নে রেখেছেন অবদান। এ ছাড়াও মাগুরাবাসীর সুখে দুঃখে থেকেছেন ছায়ার মতন।
বর্তমান মাগুরা যে উন্নয়নের রোল মডেল তার পিছনে ভূমিকা রয়েছে সাবেক এই ছাত্রনেতার। মাগুরাবাসীর আস্থার প্রতীক হয়ে আছেন, থাকবেন, সকল বিপদে আপদে সুদিন দুঃদিনে।
৮০ বছরের বৃদ্ধ সালাউদ্দিন বলেন, মাগুরাবাসী এই প্রিয় মানুষটির হাত ধরেই হাটতে চায়, নৌকায় ভর করে পথ পাড়ি দিতে চায়। তাই মাগুরাতে সাইফুজ্জামান শিখরের কোন বিকল্প নাই।
Leave a Reply