আনলিমিটেড নিউজ, শোভন আহমেদ সুজন :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর পল্টন থানার নাশকতার চার মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।
রোববার ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন এ আদেশ দেন।
জয়নুল আবদিন ফারুকের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, পল্টন থানার নাশকতার ছয় মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জয়নুল আবদিন ফারুক। শুনানি শেষে বিচারক চার মামলায় জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিচারক বাকি দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন।
Leave a Reply