আনলিমিটেড বিনোদন ডেস্ক :: ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও এ সময়ের চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে। তবে কোনো সিনেমার দৃশ্যে নয়, একটি টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হবেন তারা।
রোববার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বাংলাভিশনের একটি অনুষ্ঠানে সরাসরি দর্শকদের সঙ্গে কথা বলবেন অপু-বাপ্পি। এ সময় অপু বিশ্বাস তার অভিনীত সিনেমা নিয়ে কথা বলবেন।
অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে। বুলবুল বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান ও আনিসুর রহমান মিলন।
এদিকে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ‘ডেঞ্জার জোন’, ‘পাগলামী’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া শুটিং শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি সিনেমা।
Leave a Reply