আনলিমিটেড নিউজ :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর সমালোচনায় তিনি বলেন, খালেদা জিয়া তো ক্ষমতায় থাকতে অনেক নির্বাচন করেছেন। তিনি কখনো সেনাবাহিনী মোতায়েন করেননি। এখন তিনি সেনাবাহিনী চাইছেন!
বুধবার দুপুরে সচিবালয়ে ঈদপরবর্তী পর্যালোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, সংবিধানে বলা আছে, নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রয়োজন হলে নির্বাচন কমিশন সেনাবাহিনী মোতায়েন করবে। এটা নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর।
Leave a Reply