আনলিমিটেড নিউজ :: ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য হলি আর্টিজান বেকারির সেই আগের ভবনটি আগামীকাল শনিবার চার ঘণ্টার জন্য উন্মুক্ত থাকবে। গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটে অবস্থিত ভবনটি আজ সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
৪ ঘণ্টা উন্মুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করে আর্টিজানের মালিকদের একজন সাদাত মেহেদী বলেন, ‘যে কেউ এসে ভবনের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন। সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ‘
প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ নিহত হয় মোট ২২ জন। তাদের মধ্যে রয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। ঘটনার পরদিন ২ জুলাই সকালে সেনা কমান্ডোদের উদ্ধার অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর একজন পাচক নিহত হন। পরে রেস্তোরাঁর আটক আরেক কর্মী জাকির হোসেন শাওন হাসপাতালে মারা যান।
Leave a Reply