আনলিমিটেড নিউজ :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিরা দুর্বল হয়েছে, তবে নির্মূল হয়নি। জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।
শনিবার গুলাশানের হলি আর্টিসান রেস্তোঁরায় এক বছর আগে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদ নির্মূলে শুধু আইন-শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোঁরায় সংঘটিত হয় দেশের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা। ওই ঘটনায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। বাকি বন্দিদের মুক্ত করতে পরদিন সকালে ‘অপারেশন থান্ডার বোল্ট’ নামে অভিযান চালায় সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। এতে নিহত হয় ৫ জঙ্গি।
Leave a Reply