আনলিমিটেড নিউজ, কুষ্টিয়া :: কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। ওই বাড়ি থেকে সন্দেহভাজন তিন নারীকে জঙ্গি আটক করা হয়েছে। এসময় দুটি সুইসাইড ভেস্ট, গানপাউডার ও বিপুল পরিমাণ বোমা উদ্ধার করা হয়।
কুষ্টিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল হাসান জানান, শনিবার ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও কুষ্টিয়া জেলা পুলিশ যৌথভাবে ভেড়ামারা শহরের বামনপারার একটি বাড়িতে অভিযান শুরু করে। অভিযানের প্রথম পর্যায়ে আউয়ুব বাচ্চুর স্ত্রী তিথিসহ তিন নারীকে আটক এবং দুটি সুইসাইড ভেস্ট, গানপাউডার ও বোমা উদ্ধার করে।
তিনি আরো জানান, পুলিশের ধারনা ওই বাড়িতে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক দ্রব মজুদ রয়েছে। সে কারণে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে পুনরায় অভিযান চালানো হবে।
তিনি আরো জানান, বামনপাড়ার এক তালা ওই বাড়ির মালিকের নাম নাসিমা আক্তার। বাড়ির মালিকের নিকট থেকে গত দুই মাস আগে কয়েকজন নারী বাড়িটি ভাড়া নিয়েছিলো।
Leave a Reply