আনলিমিটেড বিনোদন ডেস্ক :: প্রথমবারের মতো কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ছবিটির শিরোনাম ‘ভালোবাসার শহর: দ্য সিটি অব লাভ’। কাজটি নিয়ে নায়িকা নিজের ভিন্ন কিছু ভাবনার কথা বলেছেন।
জয়া বলেন, ‘কিছু কাজ থাকে, যেটা আসলে সৃষ্টিশীল, বাণিজ্য কিংবা শিল্পমানকেও ছাপিয়ে যায়। যাকে আমি বলি, জীবনের জন্য শিল্প। কিছু থাকে আবার শিল্পের জন্য শিল্প। যা সচরাচরই করছি। হচ্ছেও চারপাশে। এবারের কাজটা তেমন কিছু নয়। এটি করেছি সব কিছুর ঊর্ধ্বে উঠে একজন মানুষ হিসেবে, মানবিক দায়বদ্ধতা থেকে। সোজা ভাষায় কাজটি আমার জীবনের জন্য করা।’ জয়া আহসান আরও জানিয়েছেন, এই ছবিটি ইন্টারনেট ব্যবহারকারী দর্শকদের জন্য নির্মিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ইউটিউবে দেখা যাবে ছবিটি। এতে আরও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার ও অরুণ মুখোপাধ্যায় প্রমুখ। ছবির কাহিনীতে দেখা যাবে, অন্নপূর্ণা জানে, চার বছর পর তারা ফিরে আসবে কলকাতায়। তখন তারা আর দু’জন নয়, তিনজন। কিন্তু না।
২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধে হোমস বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনার আবর্তে জড়িয়ে পড়ে অন্নপূর্ণা, আদিল আর তাদের শিশুকন্যা নুরি। আদিল ছিটকে যায় কোথায়। আর আহত নুরিকে নিয়ে কোনোমতে কলকাতা ফিরে আসে অন্নপূর্ণা। তারপর? কোথায় নিয়ে যায় তাদের ভালোবাসার শহর? যে শহরকে ভালোবেসে অন্নপূর্ণা ফিরতে চেয়েছিল, সেই শহর কি তাকে দিতে পারবে পাল্টা ভালোবাসার উত্তাপ? নাকি হারিয়ে যাবে অন্নপূর্ণা আর তার অসুস্থ মেয়েটি?
Leave a Reply