1. admin@admin.com : admin :
  2. harundesk@gmail.com : unlimitednews24 : Md Jibon
  3. unlimitednews24@gmail.com : Md Jibon : Md Jibon
  4. mdnayeem7726@gmail.com : Md Nayeem : Md Nayeem
জার্মানিতে সমকামীদের বিয়ে বৈধতা পেল - Unlimited News 24।।আনলিমিটেড নিউজ
রবিবার, ১১ জুন ২০২৩, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

জার্মানিতে সমকামীদের বিয়ে বৈধতা পেল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুন, ২০১৭

আনলিমিটেড নিউজ ডেস্ক :: জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগ শুক্রবার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে৷ তর্ক-বিতর্কের পর সমাজে সমকামীদের বিবাহের অধিকারকে স্বীকৃতি দিলেন সংসদ সদস্যরা৷ চ্যান্সেলর ম্যার্কেল নিজে প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন৷

গ্রীষ্মকালীন বিরতির ঠিক আগে বুন্ডেসটাগের শেষ অধিবেশনে সমকামীদের বিবাহের অধিকার নিয়ে বিতর্ক ও ভোটাভুটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল৷ তবে শুক্রবার সকালে সেই অনিশ্চয়তা কেটে যায়৷ সব দলের বিভিন্ন বক্তারা বিষয়টি নিয়ে বক্তব্য রাখার পর ভোটাভুটি হয়৷ ৩৯৩ জন প্রস্তাবের পক্ষে, ২২৬ জন বিরুদ্ধে ভোট দিয়েছেন৷

অন্যান্য দলগুলি বেশ কিছুকাল ধরে এই সিদ্ধান্তের পক্ষে থাকলেও সরকারের প্রধান শরিক দুই দল সিডিইউ ও সিএসইউ বিষয়টি নিয়ে ঐকমত্যে আসতে পারছিল না৷ রক্ষণশীল এই শিবিরের অনেকের মতে, জার্মানির সংবিধান অনুযায়ী, সমকামীদের বিবাহকে স্বীকৃতি দেওয়া সম্ভব নয়, কারণ, তাতে বিবাহবন্ধন ও সন্তান সংক্রান্ত যে বিধান রয়েছে, একমাত্র নারী ও পুরুষ তা পূরণ করতে পারে৷ অর্থাৎ সংবিধান পরিবর্তন না করে সমকামীদের বিবাহের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়৷ এমনকি কয়েকজন সংসদ সদস্য এই প্রশ্নে জার্মানির সাংবিধানিক আদালতে মামলার হুমকিও দিয়েছিলেন৷

সিডিইউ নেত্রী ও চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল নির্বাচনের ঠিক আগে এমন একটি বিতর্কিত বিষয়নিয়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন৷ জোটসঙ্গী সামাজিক গণতন্ত্রী দল ‘সবার জন্য বিবাহের অধিকার’ নিয়ে যেমন সোচ্চার হয়ে উঠেছে, তার প্রেক্ষিতে একটা অবস্থান না নিলেই নয়৷ নিজের শিবিরে বিরোধিতা সত্ত্বেও ম্যার্কেল তাই গত সোমবার বিষয়টি নিয়ে ভোটাভুটিতে সম্মতি দিয়েছিলেন৷

তবে তিনি স্পষ্ট করে দেন, যে এই প্রশ্নে সিডিইউ সংসদীয় দল তার সদস্যদের কোনো নির্দেশ দিচ্ছে না৷ ইউনিয়ন শিবিরের সংসদ সদস্যরা যে যার বিবেক অনুযায়ী ভোট দিতে পারবেন৷ শুক্রবার তিনি নিজে প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়ে বলেন, জার্মান সংবিধান সম্পর্কে তাঁর নিজের ব্যাখ্যা স্পষ্ট – বিবাহ শুধু পুরুষ ও নারীর মধ্যেই হওয়া সম্ভব৷

এসপিডি, বামপন্থি দল ‘ডি লিংকে’ ও সবুজ দল শুরু থেকেই আশা করে আসছিল যে, সামান্য ব্যবধানে হলেও এই প্রস্তাব অনুমোদন করা সম্ভব হবে৷ কারণ, ইউনিয়ন শিবিরের বেশ কয়েকজন সদস্য এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানাতে এগিয়ে আসবেন৷ বাস্তবে সেটাই ঘটলো৷ এসপিডি নেতা ও চ্যান্সেলর পদপ্রার্থী মার্টিন শুলৎস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷

উল্লেখ্য, জার্মানিতে সমকামী দম্পতিরা সরকারি স্বীকৃতি পেলেও সেই বন্ধনকে বিবাহ হিসেবে মেনে নেওয়া হয়নি৷ ফলে তারা সন্তান দত্তক নিতে পারছিলেন না৷ এবার বিবাহের স্বীকৃতি পেলে সেই বাধাও দূর হবে এবং সরকারিভাবে সমকামীদের প্রতি আর কোনো বৈষম্য থাকবে না৷ বিশ্বের অনেক দেশে সমকামীদের অধিকার ধীরে ধীরে স্বীকৃতি পাচ্ছে৷ সুত্র-ডিডাব্লিউ

Sharing is caring!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এই বিভাগের আরো খবর পড়ুন

সর্বশেষ সংবাদ

© All rights reserved © 2017-2021 www.unlimitednews24.com
Web Design By Best Web BD