আনলিমিটেড নিউজ ডেস্ক :: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরের কাছে জাতীয় মহাসড়কে একটি তেলের ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২০ নিহত হয়েছে। খবর : বিবিসির।
খবরে বলা হয়েছে, রোববার সকালে অতিরিক্ত গতির তেলের ট্যাংকারটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় এটি ছিদ্র হয়ে গেলে পার্শ্ববর্তী এলাকার শত শত মানুষ তেল সংগ্রহের জন্য ট্যাংকারটির আশপাশে ভিড় জমায়।
এ অবস্থায় ভয়াবহ বিস্ফোরণের ফলে গোটা ট্যাংকার ও এর পার্শ্ববর্তী এলাকায় আগুন ধরে যায়। অসমর্থিত সূত্রে জানা গেছে, তেল সংগ্রহ করতে আসা ব্যক্তিদের কেউ কেউ ধুমপান করছিল এবং তাদের সিগারেটের আগুনের কারণে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই ফায়ার ব্রিগেডের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাঞ্জাব প্রদেশের জরুরি বিভাগের পরিচালক ড. রিজওয়ান নাসির জানিয়েছেন, এ ঘটনায় আহত অন্তত ৭৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে লাশ সরানোর কাজ করছেন। মারাত্মক অগ্নিদগ্ধ অনেক লাশ শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় বিস্ফোরণস্থলের কাছে পার্ক করা ছয়টি গাড়ি ও ১২টি মোটরসাইলে ভস্মিভূত হয়েছে।
Leave a Reply