আনলিমিটেড নিউজ গাজীপুর :: সারাদেশের সড়ক পরিস্থিতি ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, আর্থ-সামাজিকভাবে নিম্ন আয়ের মানুষেরা খরচ বাঁচানেরা জন্যে সিমেন্টবাহী ট্রাকে উঠেছিল বলে রংপুরে বেশ কয়েকজন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ঈদে ঘরমুখো মানুষকে ট্রাকে বাসের ছাদে করে ভ্রমণ না করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, কালিয়াকৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেনসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Leave a Reply