আনলিমিটেড নিউজ ডেস্ক :: সৌন্দর্য, প্রভাব ও প্রতিভার বিচারে বিশ্বের সেরা মুসলিম সুন্দরীদের এ তালিকাটি তৈরী করেছে হার বিউটি নামের একটি ওয়েবসাইট। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই ৮জন নারীকে নির্বাচিত করা হয়েছে। তারা প্রত্যেকেই কোন না কোন পেশায় জড়িত। তারা আকর্ষণীয়, অনুপ্রেরণীয় এবং খুব বুদ্ধিমান।
তাদের তৈরী তালিকা-
১. ফাহরিয়ে ইভচেন, মডেল।
২. সাইরিন আবদেলনুর, সঙ্গীতশিল্পী।
৩. জেরিন খান, অভিনয়শিল্পী।
৪. আমিরাহ আল তাওয়িল, মানবাধিকার কর্মী।
৫. মাহিরা খান, অভিনয়শিল্পী।
৬. নাসরিন তাফেশ, অভিনয়শিল্পী।
৭. শেইখা মানাল, রাজনীতিবিদ।
৮. রেহাম খান, সাবেক সাংবাদিক ও উপস্থাপক।
Leave a Reply