আনলিমিটেড নিউজ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে একটি স্মার্ট সংগঠন হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশকে সম্মৃদ্ধ করতে প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যের সংমিশ্রণ করার কথাও বলেন তিনি।
আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। বাংলাদেশকে একটা উন্নত, সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা টেকনোলজির সঙ্গে ট্রাডিশনকে সমন্বয় করব।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যকে সমন্বয় করে এবং আমরা বাস্তবতার সঙ্গে আদর্শকে সুন্দর সংমিশ্রণ ঘটিয়ে আমরা আওয়ামী লীগকে একটি সুসংগঠিত, সুসংহত, আধুনিক, স্মার্ট একটা অরগানাইজেশন, স্ট্রঙ্গার একটা আওয়ামী লীগ হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলব।’
Leave a Reply