আনলিমিটেড নিউজ :: রাজধানীর রূপনগর এলাকা থেকে হাইওয়ে পুলিশের সহকারী সুপার মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে।“তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মোকাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বেড়িবাঁধ–সংলগ্ন সেতুর আগে মিজানুর রহমানের লাশ পড়ে ছিল। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এএসপি মিজানুর রহমানের পরনের প্যান্টটি ছিল পুলিশের। ঘটনাস্থলে আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা গেছেন। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও সেখানে আছেন।
মিজানুর রহমান হাইওয়ে পুলিশ সাভার এলাকার দায়িত্বে ছিলেন। বুধবার বেলা ১১টার দিকে রূপনগর বেড়িবাঁধ সংলগ্ন বিরুলিয়া ব্রিজের কাছে রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়। পঞ্চাশোর্ধ্ব মিজানুর রহমানের গলায় কাপড় প্যাঁচানো ছিল।
Leave a Reply