আনলিমিটেড নিউজ :: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. নাজমুল ইসলামকে রাষ্ট্রদূত করে সুইডেনে পাঠিয়েছে সরকার। আর সুইডেন থেকে রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারকে বদলি করা হয়েছে ওমানে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই মিশনে রাষ্ট্রদূত পর্যায়ে এই বদলির কথা জানায়। পঞ্চদশ বিসিএসের মাধ্যমে ফরেন সার্ভিসে যোগ দেওয়া নাজমুল বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘প্রশাসন, জিএস অ্যান্ড আইসিটি বিভাগের মহাপরিচালক।
এর আগে সৌদি আরবের জেদ্দা কনসুলেট ও বেইজিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া লন্ডন ও জাকার্তায় বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে কাজ করেছেন।
গোলাম সারোয়ার পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন ১৯৯১ সালে দশম বিসিএসের মাধ্যমে। সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে আসার আগে তিনি জেদ্দায় বাংলাদেশের কনস্যুল জেনারেল এবং ওয়াশিংটন ডিসিতে মিনিস্টারের দায়িত্ব পালন করেন।
এছাড়া কাঠমান্ডু, কুয়ালালামপুর ও ইয়াংগুনে বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করে কূটনৈতিক পেশায় নাম লিখিয়েছেন নাজমুল। আর গোলাম সারোয়ার লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে।
Leave a Reply