আনলিমিটেড নিউজ :: ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রীদের চাপ সামাল দিতে বাংলাদেশ রেলওয়ের বিশেষ আন্তঃনগর ট্রেন ২২ জুন বৃহষ্পতিবার থেকে ২৫ জুন পর্যন্ত ঢাকা থেকে যাত্রী নেবে। এই সার্ভিসের মাধ্যমে প্রতিদিন অতিরিক্ত ৮০ হাজার যাত্রীসহ আড়াই লাখ যাত্রী বহনের টার্গেট করা হয়েছে। আর স্পেশাল ট্রেন ঢাকায় যাত্রী ফেরত আনবে ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে রেলপথ মন্ত্রী মুজিবুর হক জানান, ঈদে অধিক যাত্রী পরিবহনের সুবিধার্থে বিদ্যমান ১ হাজার ১৬১টি কোচের সঙ্গে আরো ১৭১টি কোচ বৃদ্ধি করে মোট ১ হাজার ৩৩২টি কোচ ও ২২৯টি ইঞ্জিন দিয়ে যাত্রীসেবা দেয়া হবে। যাত্রীদের ট্রেন চলাচলের সুবিধার্থে ঈদের ৩ দিন আগে থেকে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া কোনো গুডস ট্রেন চলাচল করবে না। তবে ঈদের দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। কোনো আন্তঃনগর ট্রেন এদিন চলাচল করবে না।
রেলওয়ের ডিজি আমজাদ হোসেইন জানান, সুষ্ঠু ও নিরাপদে ট্রেন চলাচলের সুবিধার্থে ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের ২১ থেকে ২৫ জুন পর্যন্ত সকল প্রকার ছুটি বাতিল করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন চালুর ব্যাপারে ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
Leave a Reply