আনলিমিটেড নিউজ ডেস্ক :: যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেনে কলেরায় আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল থেকে এ পর্যন্ত ১ হাজার ১৪৬ জন মারা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া মঙ্গলবার জানায়, এখন পর্যন্ত ইয়েমেনে মোট ১ লাখ ৬৬ হাজার ৯৭৬ জন কলেরা রোগে আক্রান্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েব সাইটে প্রকাশিত তথ্যে বলা হয়, দেশটির গভর্ণর শাসিত ২৩টি এলাকার মধ্যে ২০টিতেই এই চিত্র।
এর আগে ইউনিসেফ জানায়, বিগত দুই সপ্তাহে দেশটিতে ১ লাখ ৩০ হাজার শিশু কলেরাতে আক্রান্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশংকা করছে, আগামী মাসে শিশু আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখে দাঁড়াতে পারে ।
গৃহযুদ্ধের কারণে ইয়েমেনের সার্বিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির জনগণের দুই তৃতীয়াংশেরই মানবিক সাহায্য প্রয়োজন। দেশটির প্রায় এক কোটি তিন লাখ লোক দুর্ভিক্ষের দ্বার প্রান্তে রয়েছে। এছাড়া ১ কোটি ৪৫ লোক নিরাপদ খাবার পানি থেকে বঞ্চিত।
Leave a Reply