আনলিমিটেড নিউজ :: রাঙামাটিতে বিএনপির গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করে দিয়ে এর পেছনে মতলবি মহলের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার কেন তাদের হাতে ইস্যু তুলে দেবে?
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সোমবার দুপুরে হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহী, মিটার ছাড়া সিএনজিসহ অননুমোদিত এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, একটি মতলবি মহল দেশকে অস্থিতিশীল করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আগামী নির্বাচনের বিষয়ে তিনি বলেন, পরাজয় হবে জেনে আগামী নির্বাচনে না যাওয়ার ফন্দি খুঁজছে বিএনপি।
এর আগে রোববার বিএনপির গাড়িবহরে হামলারর পর দলটির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ এ জন্য আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদের কর্মীদের অবিযুক্ত করেন। তবে হাছান মাহমুদ এ ঘটনায় তার কর্মীদের সম্পৃক্ততা নেই বলে পরিবর্তন ডটকমকে জানান।
অন্যদিকে রোববার ওবায়দুল কাদের এ ঘটনাকে অন্যায় বললেও বিএনপি পুলিশকে যাত্রার সঠিক তথ্য দেয়নি বলেও অভিযোগ করেন।
পাহাড় ধসে দুর্গতদের মাঝে ত্রাণ দিতে গিয়ে রাঙামাটির কাপ্তাইয়ের ইছাখালি এলাকায় রোববার হামলার শিকার হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। এতে মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা আহত হন।
Leave a Reply