আনলিমিটেড স্পোর্টস ডেস্ক :: মাঠে তিনি বেশিই আক্রমণাত্মক। কখনও একটু বাড়াবাড়িও করে ফেলেন হয়তো। মাঠের বাইরের কোহলি কী এমন? মানে একটু ঔদ্ধত্য ঔদ্ধত্য ভাব কিনা? না, মোটেও তা নয়। মাঠের বাইরের কোহলি বেশ বিনম্র এবং বিনয়ী।
পাকিস্তানের কাছে ১৮০ রানে হারার পর তার তো অপ্রস্তুত থাকার কথা। কিন্তু বুদ্ধিমান কোহলির পরিস্থিতি সামলে নিতে এতটুকু কষ্ট হয়নি। হারের পর সব অধিনায়কেরই মুড একটু অফ থাকে।আর ম্যাচটা যদি হয় ফাইনাল, তাহলে তো আরও বেশি মুড অফ থাকার কথা।
কিন্তু ভারত অধিনায়ককে দেখে বোঝা গেল না যে, একটু আগেই তিনি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় হারের স্বাদ নিয়ে এসেছেন। সংবাদ সম্মেলনে একেবারেই স্বাভাবিক কোহলি। শরীরী ভাষা বলে দিচ্ছিল যে, এই হারের জন্য আসলে তার দলের কিছুই করার ছিল না।
কোহলি বললেন, ‘আমি অবশ্যই কোনো অজুহাত দাঁড় করাচ্ছি না। আজ পাকিস্তানই সেরা দল ছিল। আর সামান্য সুযোগ কখনও কখনও বিশাল হয়ে যায়৷ যা হয়েছে তাতে নেমে নিতেই হবে। আমাদের এই হার ভুলে এগিয়ে যেতে হবে৷ ভুল থেকে শিক্ষা নিতে হবে৷ আমি উইকেটের দোষ দিচ্ছি না৷ আমি জানতাম আমরা কি পারি। তাই নিজেদের শক্তি অনুযায়ী রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলাম৷ নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করেছি৷ কিন্তু ওরা উজ্জীবিত ক্রিকেট খেলেছে৷ হার্দিক ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেনি৷ পাকিস্তান প্রমাণ করেছে নিজেদের দিনে ওরা যে কাউকে হারাতে পারে৷ তাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য পাকিস্তানকে অভিনন্দন৷ জয়টা ওদেরই প্রাপ্য ছিল।’
Leave a Reply