আনলিমিটেড নিউজ :: রাজধানীতে এই রমজানে চুরি, ডাকাতি, ছিনতাই ও অজ্ঞান-মলম পার্টি নেই বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। সোমবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টার ও হাইকোর্ট মাজার গেটের সামনে অসহায় ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের আগে বক্তব্যে তিনি এ দাবি করেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘আপনাদের ভালো রাখার জন্য বাংলাদেশ পুলিশ দিনরাত ২৪ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছে। আমরা ডিএমপির কার্যক্রম আরও বেগবান করেছি। ঢাকা মহানগরীতে চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান-মলম পার্টি নাই বললেই চলে।সব জায়গায় সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশ এদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আপনাদের সেবা করে যাচ্ছি। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায়, সে মানুষ না। জননিরাপত্তার জন্য হুমকি যেকোনো বিষয় আমরা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করবো।’
পরে ডিএমপির পক্ষ থেকে কমিশনার দুস্থদের মধ্যে এক হাজার ৯০০ পিস শাড়ি, লুঙ্গি ও শিশুদের পোশাক বিতরণ করেন।
এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শাহাব উদ্দিন কোরেশীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply