আনলিমিটেড নিউজ ডেস্ক :: জাপানের উপকূলীয় এলাকায় একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি রণতরীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পর থেকে সাত মার্কিন নৌসেনা নিখোঁজ ও অন্তত তিনজন আহত হয়েছে।
শনিবার সকালে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জাপানের স্থানীয় সময় শনিবার রাত আড়াইটার দিকে ইয়োকোসুকার ৫৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ফিলিপাইনের পতাকাবাহী মালবাহী একটি জাহাজের সঙ্গে মার্কিন নৌবাহিনীর একটি রণতরীর সংঘর্ষ হয়। সংঘর্ষে রণতরীটির একটি অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়।
সংঘর্ষে রণতরীটির কমান্ডিং অফিসারসহ কয়েকজন আহত হন। কমান্ডিং অফিসারকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়। দুর্ঘটনার পর মার্কিন সপ্তম রণতরীর পক্ষ থেকে এক টুইটে বলা হয়েছে, তাদের যুদ্ধজাহাজের কমান্ডিং অফিসার কমোডর ব্রাইস বেনসনকে ইয়োকোসুকায় মার্কিন নেভি হাসপাতালে নেয়ার পর তার অবস্থা এখন স্থিতিশীল। এছাড়া আহত আরও দুই নাবিককে হেলিকপ্টারে করে এই হাসপাতালে নেয়া হয়েছে বলেও টুইটে জানানো হয়।
এর আগে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে জানানো হয়েছিল, সংঘর্ষে মার্কিন যুদ্ধজাহাজটির বেশ ক্ষতি হয়েছে এবং কিছু অংশে পানি ঢুকে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজটি এখন বেশ ধীরগতিতে, তবে নিজস্ব শক্তির ওপর ভর করেই ইয়োকোসুকার দিকে যাচ্ছে।
Leave a Reply