আনলিমিটেড বিনোদন ডেস্ক :: সালমান খানের ব্যাপারে আবারও মুখ খুললেন কাটরিনা কাইফ। বর্তমানে দু’জনই ব্যস্ত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজ নিয়ে। শেষবার দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘এক থা টাইগার’ ছবিতে। মাঝখানে পাঁচ বছর কেটে গিয়েছে। সম্প্রতি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন প্রেমিককে নিয়ে রীতিমত স্মৃতিচারণ করলেন কাটরিনা। তিনি বলেন, আমি একদিন কাঁদছিলাম। আর তাই দেখে সালমান হাসছিল।
এটা শুনে সালমানকে যতটা ভিলেন বলে মনে হয়, তিনি ততটা ভিলেন নন। এর পিছনেও রয়েছে একটি গল্প। আর সেই গল্প উঠে এল স্বয়ং কাটরিনার কথাতেই। ক্যাট জানান, আমার ‘সায়া’ নামের একটি ছবিতে অভিনয় করার কথা ছিল। ছবির পরিচালক ছিলেন অনুরাগ বসু আর নায়ক ছিলেন জন আব্রাহাম। আমাকে ছবিটিতে কাস্ট করা হয়েছিল। আমাকে একদিন রাতে একটি শট দেওয়ার জন্য ডাকা হয়। সেই শটটি সাইলেন্ট ছিল, তাও আবার এক ভূতের চরিত্র। দু’দিন শ্যুটের পর, আমায় বলা হল আমি ছবি থেকে বাদ। এরপর কাঁদতে শুরু করে দিই। তখনই ক্যাটকে কাঁদতে দেখেই সালমান হেসেছিলেন। কাটরিনা বলেন, আমি ছবি থেকে রিজেক্ট হয়ে কাঁদছি আর ভাবছি আমার ক্যারিয়ার শেষ, আর ও হাসছে?
আমি ভাবছিলাম সালমান খুব সংকীর্ণ মনের। কিন্তু কিছুক্ষণ পরে ও-ই এসে আমাকে শান্ত করে বলল যে, তুমি এখান থেকে অনেক দূর যাবে আর এই জিনিসগুলো হয়ে থাকে। এগুলো নিয়ে ভেব না। শুধু নিজের লক্ষ্যে স্থির থাকো আর মন দিয়ে কাজ করে যাও।
এই ঘটনা থেকেই স্পষ্ট, প্রাক্তন হলেও তাঁর জীবনে সলমনের প্রভাব কোনওদিনই অস্বীকার করতে পারবেন না ক্যাটরিনা কাইফ।
Leave a Reply