আনলিমিটেড নিউজ :: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত এমিরেটস ফ্লাইট থেকে ৪০টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় ওই সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ৪ দশমিক ৬ কেজি। আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই হতে আগত ফ্লাইট ইকে৫৮৪ ঢাকায় অবতরণ করে। গোপন তথ্য থাকায় শুল্ক গোয়েন্দার এবটি দল পুরো বিমান তল্লাশি করে। তল্লাশির এক পর্যায়ে উক্ত বিমানের ইকোনমি ক্লাসের (সিট নং- ৩৭জে) সিট কভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই সোনা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সোনার প্রতিটি বারে ১০ তোলা করে মোট ওজন ৪ কেজি ৬৬ গ্রাম। উদ্ধারকালে ওই সিটে কোনো যাত্রী ছিল না।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন।
Leave a Reply