আনলিমিটেড নিউজ :: পবিত্র ওমরা হজ্ব পালন শেষে অাজ সৌদি অারবের মক্কা নগরী থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশ অাওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। তার এক অুনসারী ফেসবুকে লিখেছেন অামাদের যুব সমাজের অাইকন, বিশিষ্ট রাজনীতিবীদ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র অাদর্শে অাদর্শিত সময়ের সাহসী যুব নেতা, অামাদের যুব সমাজের নয়নের মনি, বাংলাদেশ অাওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিনের “বিপ্লবী সাংগঠনিক সম্পাদক” শ্রদ্ধেয় জনাব খালেদ মাহমুদ ভূঁইয়া পবিত্র ওমরা হজ্জ শেষে দেশে আসছে। মহান রাব্বুল অালামিনের কাছে প্রার্থনা করি যাহাতে তিনি সুস্থ শরীরে অামাদের ফিরে অাসতে পারে…….. অামীন।
মতিঝিল থানার অন্তর্গত ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান বলেন, পবিত্র ওমরা পালনের জন্য ভাই মক্কায় গিয়েছিলেন। তিনি পবিত্র হজ্জ পালন শেষে সুস্থ্যভাবে যেন আমাদের মাঝে ফিরে আসেন সেই দোয়া চাই সকলের কাছে। তিনি বলে, যুবসমাজের নিবেদিত প্রাণ খালেদ ভাই। তার সংগ্রামী ও সাহসীকতায় আজ শাহজাহানপুর, খিলগাও, বাসাবো, কমলাপুর ও মতিঝিল সহ বিভিন্ন এলাকায় বিএনপি জামায়াতের অপকর্ম রূখে দেওয়ার এক নাম খালেদ মাহমুদ ভূইঁয়া। তার ফিরে আসার অপেক্ষায় আমরা।
Leave a Reply