আনলিমিটেড বিনোদন ডেস্ক :: প্রথম বারের মতো একসঙ্গে গাইলেন হালের তিন ক্রেজ আসিফ আকবর, বালাম এবং ইমরান। তবে কোন রোমান্টিক গান নয়। ইসলামিক গান। শিরোনাম ‘মুমিন হতে চাই’। পবিত্র মাহে রমজান উপলক্ষে গানটি প্রকাশ করেছে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’।
‘আল্লাহ্ তোমার নূরের দেখা আমি পেতে চাই / দ্বীনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই- এমন কথার গানটি লিখেছেন- গোলাম কবীর রনী আর গানটিতে সুর দিয়েছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন- মীর মাসুম। গানটির ভিডিও নির্মাণ করেছেন- শাহরিয়ার পলক (প্রেক্ষাগৃহ)।
মাহে রমজানের বিশেষ এই গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘প্রথমবারের মতো গাইলাম একটি ইসলামিক গান, আমার সঙ্গে আছে বালাম ও ইমরান। অসম্ভব মেলোডি সুর, চমৎকার শব্দচয়নের এই গানটি মানুষকে মনে করিয়ে দেবে সৃষ্টি কর্তার অপার মহিমার কথা। গানটির ভিডিওতে দেখানো হয়েছে আল্লাহর আনুগত্য প্রকাশ এবং তার মহিমার বিভিন্ন দিক। আশা করছি গানটি সবার হৃদয়কে নাড়া দেবে।
রোববার সন্ধ্যায় ‘মুমিন হতে চাই’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
Leave a Reply