আনলিমিটেড নিউজ :: রাজধানী ঢাকার সদরঘাটে ফেরি পারাপারে ব্যবহৃত একটি ট্রলার বেশ কয়েকজন যাত্রীসহ ডুবে গেছে। সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে সদরঘাটের ইস্পাহানি গার্ড এলাকা থেকে ট্রলারটি নিখোঁজ হয় বলে ফায়ার সার্ভিস সদর দফতরে দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন।
যাত্রীসহ ট্রলারডুবির খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের অপারেটর জিয়াউর রহমান বলেন, সোমবার দিবাগত রাত রাত সোয়া ১টার দিকে কয়েকজন যাত্রীসহ ট্রলারটি নিখোঁজ হয়।
খবর পেয়ে রাতেই ফেরি পারাপারে যাত্রী বহনকারী নিখোঁজ যাত্রীবাহী ট্রলারটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ শুরু করেন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের ডিরেক্টর অপারেশন মেজর শাকিল নেওয়াজ।
তিনি বলেন, আমরা এখনো আহত বা নিহতের কোনো খবর পাই নি।
Leave a Reply