আনলিমিটেড নিউজ :: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের বাড়ি হারানোর বিষয়টিকে নিজের (মওদুদ) আইনি যুক্তির ব্যর্থতাকে দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটউশন মিলানায়তে তাতী লীগের ঢাকা মহানগরের সম্মেলন অনুষ্ঠানে তিনি বলেন, মওদুদ সম্পর্কে বিএনপি যা বলছে, এইসব কথায় মানুষ হাসে। আপনার বাড়ি সরকার নিয়ে যায়নি। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে বাড়ি ছাড়তে হয়েছে। খালেদা জিয়ার বাড়ি ও মওদুদের বাড়ির দুটি মামলার ফাইট (আইনি লড়াই) করেছেন মওদুদ নিজেই। তাহলে প্রশ্ন থাকে আপনার দুর্বল যুক্তির জন্য কি বাড়ি চলে গেছে?
সরকার নয়, সর্বোচ্চ আদালতের রায়ে খালেদা ও মওদুদকে বাড়ি ছাড়তে হয়েছে দাবি করে কাদের আরো বলেন, আমাদের অনেক নেতাদের আদালতের রায় ছাড়াই বাড়ি থেকে বের করে দিয়েছিল বিএনপি।
আদালতের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে সেতু মন্ত্রী বলেন, আদালত স্বাধীন ভাবে কাজ করছে- একথা আপনারাই বলেন, আবার যখন নিজেরা হারেন, তখন বলেন আদালত সরকারের কথায় রায় দিচ্ছে। আদালতের বিরুদ্ধে এসব অপপ্রচার বন্ধ করুন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, পবিত্র মাহে রমজানে ইফতার সামনে রেখে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ তার দলের নেতারা মিথ্যাচার করছে। তবে বিএনপিতে ভালো কিছু লোক আছে, তবে যারা প্রেস ব্রিফিং করে ফটোসেশন করে তারা প্যাথলজিক্যাল লায়ার। এই দলের লোকজন এত মিথ্যা কথা বলে, যে তাদের নৈতিকতার ভিত্তি দুর্বল।
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আবার সেই বিভীষিকাময় দিন আসবে। আপনাদের মনে আছে সেই ২০০১ সালের কথা। তারা (বিএনপি) আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি পুড়িয়েছে, পুকুরের মাছ ধরে নিয়েছে, গবাদি পশু নিয়ে গেছে। আর এখন বিএনপি নেত্রী বলেছেন ক্ষমতায় আসলে এক কাপড়ে বের করে দিবে। বুঝতে পেরেছেন বিএনপি আবার ক্ষমতায় আসলে তারা কত ভয়ংকর হবে?
তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ কার্যকরী সভাপতি সাধনা দাশ গুপ্ত।
Leave a Reply