আনলিমিটেড নিউজ :: জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমানে দেশে ৩ লাখ ২৮ হাজার ৩১১ টি শূন্য পদ রয়েছে। এসব শূন্য পদে লোক নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তরিকত ফেডারেশনের সদস্য এম এ আউয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে মোট ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যার মধ্যে ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণির পদ রয়েছে ১ লাখ ৪৮ হাজার ৮১৯টি।
তিনি বলেন, জনপ্রশাসনে বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগকৃত মোট কর্মকর্তার সংখ্যা ২৬৫ জন।-বাসস
Leave a Reply