আনলিমিটেড নিউজ রংপুর :: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘জাতীয় বাজেটে বাড়তি করের বোঝা চাপানোর ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। এ বাজেটে দেশের সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তাসহ কেউ খুশি হতে পারেনি। তাই এ বাজেটও কেউ গ্রহণ করতে পারেননি। সোমবার ঢাকা থেকে রংপুরে ৪ দিনের সফরে এসে দর্শনা এলাকায় পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১০০ আসনের প্রার্থীর ‘বিজয় নিশ্চিত’ উল্লেখ করে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী ঠিক করেছে।’ জাপা চেয়ারম্যান বলেন, ‘সংসদ নির্বাচনে এবার আমরা প্রার্থী বাছাই করেছি ফোর স্টার, থ্রি স্টার এবং টু স্টার।’ তিনি বলেন, ‘ফোর স্টার হচ্ছে প্রার্থীর নিশ্চিত বিজয়। এ ধরনের ১০০ প্রার্থী রয়েছে।’
সাবেক রাষ্ট্রপতি আরো বলেন, ‘এবারের বাজেট নির্বাচনী বাজেট হওয়া উচিত ছিল। কিন্তু সরকার তা করেনি। এ বাজেটে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা কেউ খুশি হতে পারেনি। খুশি না হলেও সবার উপর বাড়তি করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বাজেটে।’
তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখি। মানুষ বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে হিমসিম খাচ্ছে। কিন্তু সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই মানুষ এখন জাতীয় পার্টির সরকারকে ক্ষমতায় দেখতে চায়। কারণ জাতীয় পার্টির সরকারের ৯ বছর মানুষ শান্তিতে ছিল। জিনিসপত্রের দাম ছিল কম।’
তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার জন্য আহ্বানও জানান।
হুসেইন মুহম্মদ এরশাদের চার দিনের সফরের মধ্যে রয়েছে মহানগর জাতীয় পার্টির ইফতার মাহফিলে যোগদান, রংপুরের রাস্তা-ঘাট, ড্রেন কালভার্টসহ উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক। আগামী ১৫ জুন তিনি ঢাকার উদ্দেশে রংপুর ত্যাগ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পাটির্র আহ্বায়ক মোফাজ্জল হোসেনসহ জাপার অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
Sharing is caring!
Leave a Reply