আনলিমিটেড নিউজ বিশেষ :: মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজধানীর ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম (৩২)। পবিত্র এই রমজান মাসে সারা দিন রোজা রেখেও নিজের উপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে ইতোমধ্যে নিজের সততা প্রমান করেছেন তিনি।
দেশের প্রতি, মানুষের প্রতি দায়িত্ব বোধ থেকে আইনের শাষণ প্রতিষ্ঠায় অবিরাম কাজ করে যাচ্ছেন তিনি। আট ঘন্টা ডিউটি করার নিয়ম থাকলেও ১৪ থেকে ১৫ ঘন্টা ডিউটি করছেন নিয়মিত তিনি। পরিবারকেও যথেষ্ট সময় দিতে পারছেন না তিনি। তবুও তার আক্ষেপ নেই বিন্দু মাত্র। কারণ তিনি জেনে বুঝে এই পেশায় এসেছেন দেশকে ভালবেসে।
রাজধানীর যাত্রবাড়ীতে জামেরুন নেসা (৮০) নামের এক বৃদ্ধ মহিলা ইফতারির দোকানে দোকানে হাত পেতে ইফতার চাইছেন। ইফতেখায়রুল ইসলাম তাকে ডেকে এনে নিজের পকেটের টাকায় ইফতার কিনে দেন। বৃদ্ধ জামেরুনকে তার একটি ভিজিটিং কার্ড দিয়ে দেখা করার কথা বলেন. পরদিন (আজ) রোববার সেই বৃদ্ধা তার অফিসে এসে দেখা করেন।
বৃদ্ধাকে দেখেই ইফতেখায়রুল ইসলাম মায়ার কন্ঠে বলেন, নায়িকা এসেছেন, আমার নায়িকা এসেছে। আসুন। কেমন আছেন, আপনার শরীর কেমন। জামেরুন কাছে এসেই জড়িয়ে ধরেন ইফতেখায়রুল ইসলামকে। দুচোখের পানিতে বুক ভাসিয়ে দেন জামেরুন।
ইফতেখায়রুল ইসলাম আমাদের চোখের আড়ালে নিজের পকেটে হাত দিয়ে কিছু বের করে হাত হাতে গুজে দিলেন। বুঝতে পারলাম আর্থিক সহযোগীতা করেছেন।
কত দিলেন, কেন দিলেন এসব জানতে চাইলে ইফতেখায়রুল ইসলাম বলেন, এগুলো মিডিয়ায় আসুক আমি তেমন একটা চাই না। তিনি আমার মায়ের মতন। আমার মা নেই। সেদৃষ্টি থেকেই তাকে একটু সাহায্য করা।
ইফতেখায়রুল ইসলাম জামেরুনকে বলেন আপনি আমার কাছে প্রতি মাসে দুইবার আসবেন। আপনার যেকোন সমস্যায় আমাকে জানাবেন।
জানা যায়, জীবনের সবচেয়ে আনন্দময় সময় কাটানোর কথা নিজের ছোট্ট শিশুটির সঙ্গে, তবে দায়িত্ববোধের কারণে তাকেও তেমন একটা সময় দিতে পারেন না তিনি।
তবুও নিয়মিত দায়িত্ব পালন করছেন তিনি। তার সততা ও দক্ষতায় সহকর্মীরাও উৎফুল্ল। তিনি যেকোন ব্যপারে আইনের সঠিক পরামর্শ ও প্রয়োগ করেন বলে জানা যায়।
Leave a Reply