শোভন আহমেদ সুজন, আনলিমিটেড নিউজ :: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদাবাজদের চাঁদাবাজির দোকান বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার বিকেলে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ১১ জুন দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবসে ইফতার মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে চাঁদাবাজদের কিছু দোকান বন্ধ করে দিন। এরা দাওয়াত নিয়ে আসেন। কিন্তু এই দোকানগুলোতে আপনারা যাবেন না। ঈদকে সামনে রেখে চাঁদাবাজরা এই দোকানগুলো খুলে বসে। তাই এসব চাঁদাবাজির দোকান বন্ধ করে দেন। এই দোকানগুলো দলের জন্য, দেশের গণতন্ত্রের জন্য বন্ধ করে দিয়ে আমরা ভাল দৃষ্টান্ত স্থাপন করতে পারি।
ওবায়দুল কাদের আরো বলেন, আমি বারবার একটা কথা বলি। আমরা আমাদের নেত্রীকে অনুসরণ করি না। আমাদের নেত্রী ইফতার মাহফিলের আগে কোনো ভাষণ দেন না। রোজা রেখে বিএনপির মতো মিথ্যাচার করে ভাষণের দেওয়ার আশ্রয় গ্রহণ করেন না। আমি দেখছি, নেত্রী রোজার মাসে বিভিন্ন ইফতার দিচ্ছেন কিন্তু কোনোদিন দেখিনি ইফতার মাহফিলের আয়োজন করে তিনি বক্তব্য দিয়েছেন।
তাই আমরাও নেত্রীকে অনুসরণ করার মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারি বলে উল্লেখ করেন তিনি।
ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, কার্যনির্বাহী সদস্য ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, মহানগর দক্ষিণ’র সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাদেক খান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্যের জন্য নাম ঘোষণা করা হয় ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের। তবে তিনি অসুস্থাতার কারণে বক্তব্য রাখেননি।
Leave a Reply