আনলিমিটেড নিউজ :: নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার বলেছেন, নির্বাচন বিষয়ে বিদেশিদের কাছ থেকে আমরা কোনো সবক শুনতে চাই না। আমরাই এই নির্বাচন গ্রহণযোগ্য করব। রোববার বেলা ১২টার দিকে বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের বরিশাল পর্বের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আত্মমর্যাদার প্রতীক। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আত্মমর্যাদা বিসর্জন দেয়ার অবকাশ নেই। বিদেশিরা আমাদের উন্নয়ন সহযোগী। তারা সেভাবেই থাকবেন।
তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে লেবেল প্লেইং ফিল্ড করা হচ্ছে। আর তাই প্রয়োজনীয় বিধি-বিধানও সংস্কার করা হচ্ছে। নির্বাচনকালীন সময়ে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা গাফলতি করলে কাঠোর ব্যবস্থার কথা জানিয়ে প্রশ্নবিদ্ধ নির্বাচন যাতে না হয় সেজন্য তারা তৎপর রয়েছেন বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ড. মো. শাহজাহান প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।
অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার কামরুল ইসলাম রাব্বিসহ নগরীর ১৮ জন বিশিষ্ট ব্যক্তির হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দেয়া হয়।
আগামী মঙ্গলবার থেকে বরিশাল নগরীর মাঠ পর্যায়ে এই কার্ড বিতরণ পুরোদমে শুরু হবে। এজন্য পুরনো এনআইডিসহ সংশ্লিষ্ট ওর্য়াড কাউন্সিলর কার্যালয়ে সকলকে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply