আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালের এসব কথা বলেন। এ সময় তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবারও নৌকায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, যারা নিজেদের জন্য ক্ষমতায় যেতে চায়, তাদের উপর জনগণের কোনো আস্থা নেই।
২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি লাভ করেন আওয়ামী লীগ সভাপতি। এর পর থেকেই দিনটিকে ‘কারামুক্তি দিবস’ হিসেবে পালন করছে আওয়ামী লীগ।
এ উপলক্ষে আজ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদসহ দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগপ্রধান শেখ হাসিনা গ্রেফতার হন।
Leave a Reply