আনলিমিটেড নিউজ ডেস্ক :: ইরানে হামলার পর এবার সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।
জিহাদি গোষ্ঠীগুলার অনলাইন তৎপরতা পর্যবেক্ষণ সংগঠন ‘সাইট ইন্টেলিজেন্স’ শুক্রবার একথা জানিয়েছে।
গত বুধবার ইরানের পার্লামেন্ট এবং খোমেনির মাজারে আত্মঘাতী বোমা হামলাকারী এবং বন্দুকধারীদের হামলায় ১৭ জন নিহত হয়। আহত হয় আরও মানুষ।
আইএস এ হামলার দায় স্বীকার করে ইরানের শিয়া জনগোষ্ঠীর ওপর আরও হামলা চালানোর হুমকি দেয়।
একটি ভিডিওতে মুখোশ পরা ৫ আইএস যোদ্ধাকে ইরানে হামলার হুমকি দেওয়ার পাশাপাশি সৌদি আরব সরকারকেও হামলার হুমকি দিতে দেখা গেছে। বলা হয়েছে, হামলার পালা তাদের ওপরও আসবে।
ইরানে হামলার আগেই ভিডিওটি ধারণ করা হয় বলে ধারণা করা হচ্ছে।
সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, ভিডিওতে মুখোশ পরা এক যোদ্ধাকে বলতে দেখা যায়, আল্লাহ’র ইচ্ছায় আমাদের ব্রিগেড প্রথমে ইরানে জিহাদ করবে। এ জিহাদে যোগ দিতে আমরা আমাদের মুসলিম ভাইদের আহ্বান জানাচ্ছি।”
ভিডিওটি’র শেষে সৌদি আরব সরকারকেও একটি বার্তা দিয়ে ওই যোদ্ধা বলেছে, জেনে রাখুন যে ইরানের পর আপনাদের পালা আসবে। আল্লাহর ওয়াস্তে আমরা আপনাদের ঘরে আঘাত হানব… আমরা কারও চর নই। আমরা কেবল আল্লাহ ও তার বার্তবাহককে মেনে চলি। আমরা ধর্মের জন্য লড়ছি। ইরান কিংবা আরব উপদ্বীপের স্বার্থে লড়ছি না।
ইরাক এবং সিরিয়ায় বিভিন্ন এলাকা দখল করে নেওয়া আইএস জঙ্গিরা অতীতে সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর পাশাপাশি দেশটির শিয়া জনগোষ্ঠীর ওপরও প্রাণঘাতী বোমা ও বন্দুক হামলা চালিয়েছে।
Leave a Reply