আনলিমিটেড স্পোর্টস ডেস্ক :: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারানোয় বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে দুই ওভার চার বল হাতে রেখেই নিউজিল্যান্ডের দেওয়া ২৬৬ রানের লক্ষ্য পেরোয় বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চারে খেলার আশাও বাঁচিয়ে রাখল মাশরাফি বাহিনী।
শুক্রবার মধ্যরাতে যুক্তরাজ্যের কার্ডিফে এই ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশের ক্রিকেটারদের রাষ্ট্রপতি অভিনন্দন জানিয়েছেন বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।
বাংলাদেশের জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে লড়াইয়ের এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, লড়াই করে জেতার আনন্দই আলাদা। লড়াইয়ের ধারা অব্যাহত রাখতে হবে। জয় আসবেই।
Leave a Reply