আনলিমিটেড নিউজ :: রাজধানীর বাড্ডার ময়নারবাগে আট বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা প্রহরী শাহিনুর রহমানকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া ধর্ষণে সহযোগিতা করায় আমাজাদ হোসেন (৫০) নামে আরেকজনকেও গ্রেফতার করা হয়েছে। গত ২৯ ও ৩০ মে দুই দফায় শিশুটিকে ধর্ষণ করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল জলিল জানান, শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির বাবা। নিরাপত্তা প্রহরী শাহিনুর রহমান (৫২) ও আমজাদ হোসেন (৫০)-কে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয় আমজাদ হোসেনের প্রত্যক্ষ সহযোগিতায় ওই শিশুকে ধর্ষণ করে প্রহরী শাহিনুর রহমান।
ওসি আরও জানান, মামলার আগেই আমাদের কাছে খবর আসে ময়নারবাগে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এরপরই তদন্ত শুরু হয় এবং অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করা হয়।
শিশুটিকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
Leave a Reply