তুরাগের কামার পাড়ার কালিয়ারটেক এলাকার একটি টিনশেড ঘরে এ ঘটনা ঘটার পর সেখানে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেছে।
তুরাগ থানার ওসি মাহবুবে এ খোদা জানান, রেহেনার স্বামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বাসা থেকে বের হয়ে যান। পরে রাত সোয়াবারটার দিকে বাসায় ফিরে দেখেন বিছানায় তিন সন্তানের মৃতদেহ পড়ে রয়েছে। ঘরের সিলিঙয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে রেহেনা ঝুলছে। পরে বাড়ির মালিকের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে পৌছায়।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে সন্তানদের শ্বাসরোধে হত্যা নিশ্চিত করার পর তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
রাতে লাশগুলি ঘটনা স্থলে রাখার পরে শুক্রবার সকাল ৯টার দিকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Leave a Reply