আনলিমিটেড নিউজ ডেস্ক :: যুক্তরাজ্যের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও সরকার গঠনের অনুমতি চাইবেন থেরেসা মে। শুক্রবার বাকিংহাম প্যালেসে রানির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কথা রয়েছে তার।
ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টি সমর্থন দিতে পারে সে ভরসাতেই এখন মে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন।
বিবিসি বলছে, কনজারভেটিভ পার্টি সবশেষে ৩১৯টি আসন পেতে পারে যা তাদের গতবারের চেয়ে ১২টি কম। অন্যদিকে লেবারের আসন বেড়ে ২৬১টিতে দাঁড়াতে পারে।
এদিকে আর মাত্র একটি আসনের ফল ঘোষণা বাকি। ৩২৬ আসন পেলেই কেবল একটি দল একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে সরকার গঠন করতে পারবেন। সে হিসেবে মের কনজারভেটিভ পার্টির আটটি আসন ঘাটতি রয়েছে।
Leave a Reply