আনলিমিটেড নিউজ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে গ্রেনেড হামলা মামলার প্রধান আসামি খালিদ মঞ্জুরুল রোমেলকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোর রাতে সিরাজগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঞ্জুরুল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কাদাই বাদরা গ্রামের মৃত এম এ গোফরানের ছেলে।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন পিএসসি জানান, শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে খালিদ মঞ্জুরুল রোমেলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মঞ্জুরুল নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়া উপজেলায় এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতাল থেকে তাকে দেখে গাড়ির বহর নিয়ে তিনি যশোরে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে গাড়ির বহরটি সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া উপজেলা সদরের বিএনপি অফিসের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিত আসামি হাবিবুর রহমানের নির্দেশে অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গাড়ি বহরে গুলি চালায়। একই সঙ্গে তাকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাবেক এমপি মুজিবুর রহমান ও কয়েকজন সাংবাদিক আহত হন। এ ঘটনায় কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। এই মামলার প্রধান আসামি ছিলেন খালিদ মঞ্জুরুল রোমেল।
Leave a Reply