আনলিমিটেড স্পোর্টস ডেস্ক :: চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে যেতে হলো বাংলাদেশকে। টস জিতেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন ইমরুল কায়েস, তার জায়গায় মোসাদ্দেক।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর টস করতে নামেন দুই দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা ও কেন উইলিয়ামসন। দুই দলের জন্য একই সমীকরণ। হয় জিততে হবে, নয়তো ছিটকে যাবে।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, লুক রনকি, রস টেলর, নেইল ব্রুম, জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
Leave a Reply