কার্ডিফ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এক মেসেজ বার্তায় জানান, ‘আমরা নিরাপদে কার্ডিফ এসে পৌঁছেছি। তবে ট্র্যাফিক জ্যামের কারণে এখানে আসতে ৫ ঘণ্টা সময় লেগেছে। তাই আজ আর অনুশীলন করবে না বাংলাদেশ। আগামীকাল সকাল ১০টা থেকে অনুশীলন।’
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলছে। এই গ্রুপের অবস্থাটা একটু জটিল। ইংল্যান্ড এক ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে। নিউজিল্যান্ড পরিত্যক্ত এক ম্যাচ থেকে পেয়েছে ১ পয়েন্ট। আগের দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়ার পয়েন্ট ২। এক ম্যাচ হারা এবং অন্যটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের পয়েন্ট ১। তবে মঙ্গলবারের ম্যাচে নিউজিল্যান্ডকে হারালে সেমিতে উঠে যাবে ইংলিশরা। আর নিউজিল্যান্ড জিতলে তারার চলে যাবে সেমির কাছাকাছি। তারপরও নানা হিসেব নিকেশে কিছুটা আশা থাকছে বাংলাদেশের।
Leave a Reply