আনলিমিটেড নিউজ ডেস্ক :: ছেলেকে বিয়ে করাতে নিয়ে গিয়ে বাবাও পাত্র হয়েছেন। শুধু তাই নয়, ছেলের আগেই টোপর পরে বিয়ের আসরে বিয়ে সারেন তিনি। হঠাৎ করে কেনই বা এমনটা করতে হলো বরের বাবাকে?
জানা গেছে, সম্প্রতি মেয়ের বাড়িতে সকল প্রস্তুতি নিয়ে হাজির হয়েছিল বরপক্ষ। ছেলের সঙ্গে বাবা ও তার পরিবারও রয়েছেন। মেয়ে বাড়িতে সবই ঠিকঠাক, হঠাৎ বাধ সাধলেন মেয়ের মা। নিজের ছোট মেয়ের বিয়ের আগে বড় মেয়ের বিয়ে হতে হবে। যতদিন না বড় মেয়ের বিয়ে হচ্ছে ছোট মেয়ের বিয়ে দেবেন না তিনি।
এদিকে ছেলেও অনশন শুরু করলেন বিয়ে করেই বাড়ি ফিরবেন তিনি। তাই কোনো উপায় না দেখে বড় মেয়েকে বিয়ের প্রস্তাব দেন ছেলের বাবা। আর এই অদ্ভুত প্রস্তাবে রাজিও হয়ে যান মেয়ের মা।
ব্যস, সবাই যখন রাজি তো কি আর বলবেন কাজি? বাবা-ছেলে একই আসরে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়লেন। আর বাবা-ছেলে তখন ভায়রা ভাই হয়ে দুই বোনকে নিয়ে তুললেন নিজেদের ঘরে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ সৌদি আরবে। পরে স্থানীয় একটি পত্রিকায় এ সংবাদটি প্রথম প্রকাশ করা হয়। এরপর গোটা বিশ্বে এটি ভাইরাল। ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় হচ্ছে।
Leave a Reply