আনলিমিটেড নিউজ ডেস্ক :: হলিউড তারকা টম ক্রুজ তার পরবর্তী ‘মিশন ইম্পসিবল’ সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত। বললেন এবারের পর্ব দর্শকদের নিয়ে যাবে উত্তেজনার চূড়ায়।
ষষ্ঠবারের মতো এজেন্ট ইথান হান্টের চরিত্রে দেখা যাবে টম ক্রুজকে। এবারের সিনেমার মাধ্যমে ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরে এসেছেন নির্মাতা ক্রিস্টোফার ম্যাককারিও। সম্প্রতি ঘোষিত হয়েছে এই পর্বের নতুন অভিনেতা ফ্রেডরিখ স্মিড-এর নাম, যাকে এর আগে দেখা গেছে ‘সুপারগার্ল’ টিভি সিরিজে।
সম্প্রতি দ্য গ্রাহাম নর্টন শোতে হাজির হয়ে টম ক্রুজ নিজের সিনেমা সম্পর্কে বলেন, “এটা সত্যিই মাথা খারাপ করিয়ে দেওয়ার মত। এরমধ্যেই প্যারিসে কিছু অংশের শুটিং হয়ে গিয়েছে। এটি সত্যিই দর্শকদের নিয়ে যাবে বন্য উত্তেজনার চূড়ায়।”
এর আগে ‘মিশন ইম্পসিবল’-এর পর্বগুলিতে বিশ্বের সর্বোচ্চ ভবনে চড়েছেন ক্রুজ। লাফ দিয়েছেন উড়ন্ত জেটপ্লেনের দরজা থেকেও। এবারে তবে নতুন কী চমক আনতে যাচ্ছেন তিনি দর্শকদের জন্য?
এই প্রশ্নের উত্তরে কোনো কিছু প্রকাশ না ৫৪ বছর বয়সী এই তারকা বলেন, এক্ষেত্রে সবসময়ই পাহাড়সমান প্রত্যাশা থাকে। আমি গত কয়েক বছর ধরে প্রস্তুতি নিচ্ছি এবং নানা ধরণের পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গেছি, আরও কী কী সম্ভব সেটা দেখার জন্য।
নির্মাণের পাশাপাশি সিনমাটি প্রযোজনাও করছেন ম্যাককারি। তার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছেন জে জে আব্রামস, ডন গ্রেইঞ্জার, ডেভিড এলিসন, ডানা গোল্ডবার্গ এবং টম ক্রুজ স্বয়ং।
Leave a Reply