আনলিমিটেড নিউজ ডেস্ক :: অ্যাপল মানেই কিছু না কিছু চমক। প্রযুক্তি দুনিয়ায় নতুন কিছু। নতুন নতুন উদ্ভাবন দিয়ে ভক্তদের হৃদয় জয় করে রেখেছে অ্যাপল। এবার প্রতিষ্ঠানটি তার ভক্তদের জন্য নতুন ছয় চমকের ঘোষণা দিয়েছে। খবর বিবিসির
সোমবার অ্যাপল তাদের ওয়ার্ল্ডওয়াই ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডিসি) নতুন চমকগুলো ঘোষণা করে। অ্যাপলের প্রধান নির্বাহী টমি কুক সম্মেলনে তাদের গ্রাহকদের জন্য এসব চমক প্রকাশ করে।
১.ওয়াচ ওএস ফোর: ওয়াচের জন্য ওয়াচ ওএস ফোর নামে অপারেটিং সিস্টেমেরে নতুন সংস্করণ উন্মুক্ত করার ঘোষণা দেয়া এতে অ্যাপল ওয়াচের নতুন ৩টি ফেস মোড ও উন্নত সিরি সুবিধা থাকছে।
২.ম্যাক ওএস হাই সিয়েরা: গত বছরে ম্যাকবুকের জন্য উন্মুক্ত করা সিয়েরার হালনাগাদ সংস্করণ ম্যাকওএস হাই সিয়েরার ঘোষণা দেয়া হয়েছে। যা ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডসেট সাপোর্ট করবে। এতে রয়েছে নতুন ফটো সার্চ ফিচার। সংযুক্ত করা হচ্ছে অ্যাপল ফাইল সিস্টেম।
৩.নতুন আইম্যাক: অ্যাপল ভক্তরা পাচ্ছেন প্রো ডেস্কটপের নতুন সংস্করণ। এ সংস্করণে থাকছে নতুন ইনটেল প্রসেসর, উজ্জ্বল ডিসপ্লে। ম্যাকবুক প্রোতে ইনটেলের সপ্তম প্রজন্মের প্রসসের সংযুক্ত করা হচ্ছে।চিপের ক্ষমতাও বাড়ানো হয়েছে। আর মাত্র ৪ হাজার ৯৯৯ ডলারের আইম্যাক আসছে বাজারে। এটি হবে অ্যাপলের তৈরি আইম্যাকগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী।
৪.আইওএস ১১: আসছে সেপ্টেম্বরে অ্যাপলের আইওএস এর নতুন সংস্করণ আইওএস ১১ বাজারে আসছে। আইওএস ১১ এ আইফোন ও আইপ্যাডের জন্য নতুন ফিচার সংযুক্ত করা হচ্ছে। ভার্সুয়াল সহকারী সফটওয়্যারের উন্নত সংস্করণ ব্যবহার করায় আইওএস চালিত ডিভাইসে সিনক্রোনাইজ সহজ হবে। আইক্লাউডে তথ্য সংরক্ষণ ছাড়াও উন্নত পেমেন্ট সিস্টেম যুক্ত করবে অ্যাপল। অগমেন্টেড রিয়্যালিটি অ্যাপ তৈরি ও সহজ ড্রাগ অ্যান্ড ড্রপ সুবিধা থাকছে।
৫.আইপ্যাড প্রো: সাড়ে ১০ ইঞ্চি মাপের আইপ্যাড প্রো বাজারে আনছে অ্যাপল। এতে ভিডিও দেখা ও গেম খেলার জন্য বিশেষ সুবিধা থাকছে। যুক্ত করা হচ্ছে উজ্জ্বল ডিসপ্লে। এ১০এক্স প্রসেসর ব্যবহার করায় অ্যাপের পারফরমেন্স হবে দুর্দান্ত।
৬.অ্যাপল হোমপড: ৩৪৯ ডলারে হোমপড স্পিকার আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। এটি প্রতিযোগিতা করবে আমাজনের ইকোর সঙ্গে। ভার্চ্যুয়াল সহকারী সফটওয়্যার সিরি চালিত স্মার্ট স্পিকার দিয়ে বিভিন্ন আপডেট পাওয়া, গান শোনা, ঘরের আলো নিয়ন্ত্রণের মতো অনেক সুবিধাই থাকবে এই হোমপডে।
Leave a Reply