বিবিসি ও টেলিগ্রাফ জানিয়েছে, অরল্যান্ডোর অরেঞ্জ কাউন্টি পুলিশের শেরিফ জানিয়েছেন, ফোরসিথ সড়কের পাশে শিল্প এলাকায় গোলাগুলি চলার পর এখন তা বন্ধ রয়েছে। এ ঘটনায় অনেক হতাহত হতে পারে।
গোলাগুলির পর অরল্যান্ডোর বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
অরল্যান্ডোতে ভয়াবহ হামলার এক বছর পূর্তির এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটল। গত বছর এ শহরের পালস নাইট ক্লাবে হামলায় ৪৯ জন নিহত এবং অনেকে আহত হয়।- আল জাজিরা
Leave a Reply