আনলিমিটেড নিউজ ডেস্ক :: চলতি অর্থবছরে (২০১৭-১৮) মোট দেশজ উৎপাদন (জিডিপি) লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে সরকার আশা করলেও বিশ্বব্যাংকের অভিমত ভিন্ন। রোববার প্রকাশিত বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টে এ ধরনের তথ্য তুলে ধরা হয়েছে।
ব্যাংকটির প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের নিচেই অবস্থান করবে। প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে (২০১৭-১৮) বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হওয়ার সম্ভাবনা।
প্রতিবেদনটিতে বলা হয়, ২০১৬ সালে বাংলাদেশের ৭ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হয়। এতে করে ধারণা করা যায়, বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দ্রুত বর্ধনশীল দেশ। এ ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। গত অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৮ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, ২০১৮ ও ২০১৯ সালে বাংলাদেশের প্রবৃদ্ধির হার যথাক্রমে ৬ দশমিক ৪ ও ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে।
বিশ্বব্যাংক স্থানীয় চাহিদা পূরণে আধুনিক ব্যবস্থা গ্রহণে বাংলাদেশের প্রশংসাও করেছে। প্রতিবেদনটিতে বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশ পণ্য উৎপাদনে স্থানীয় চাহিদা পূরণে আধুনিক ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকলেও কৃষি উন্নয়ন ও শক্ত পদক্ষেপ গ্রহণের কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী।
২০১৮-২০২০ অর্থবছরে প্রবৃদ্ধি একই ধরনের থাকবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৮-২০২০ অর্থবছরে গড়ে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি বজায় থাকবে বাংলাদেশের। এতে বোঝা যায়, মধ্যপ্রাচ্য থেকে আসা রেমিট্যান্স ও নতুন ব্যবসা ও বিনিয়োগের ফল পেতে শুরু করেছে বাংলাদেশ।
প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার তুলনামূলক প্রবৃদ্ধির উল্লেখ করে বলা হয়, দক্ষিণ এশিয়ার ২০১৭ সালে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ। আর ২০১৮-১৯ সালে বেড়ে হবে ৭ দশমিক ২ শতাংশ। আর ভারতে ২০১৭-১৯ সালে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৮ শতাংশ।
বিশ্বব্যাংক আরো জানায়, বিশ্ব অর্থনীতিতে দ্রুত বর্ধনশীল সাতটি দেশ ২০১৮ সালের মধ্যে তাদের অবস্থান ধরে রাখবে। তাদের প্রবৃদ্ধি ও এগিয়ে যাওয়া বিশ্বের অন্যান্য বর্ধনশীল অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রতিবেদনে কিছু ঝুঁকির কথাও তুলে ধরা হয়েছে। নতুন ব্যবসানীতি বিশ্ববাজারে বাধার কারণ হতে পারে। তবে ২০১৭ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেতে পারে। পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, নতুন বাজার তৈরি ও পণ্যের দাম স্থিতিশীলতার কারণে অর্থনীতি এগিয়ে যাচ্ছে।
বিশ্বব্যাংকের ২০১৭ সালের প্রতিবেদন অনুযায়ী, এ বছর উন্নত দেশগুলোর প্রবৃদ্ধি ১ দশমিক ৯ শতাংশ বাড়বে। ফলে, এ সব দেশের ব্যবসায়ী সহযোগী দেশগুলো উপকৃত হবে।
উল্লেখ্য, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) কয়েকদিন আগে সরকারের জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন বাড়িয়ে ধরা হয়েছে বলে মত দেয়।
Leave a Reply