আনলিমিটেড স্পোর্টস ডেস্ক :: ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ভালো ব্যাটিং করলেও হেরে যায় বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে মাশরাফির দল। এই ম্যাচে হেরে গেলেই বিদায় ঘণ্টা বেজে যাবে লাল-সবুজের দলের। একই অবস্থা অস্ট্রেলিয়ারও। এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে গেলে স্টিভেন স্মিথের দলের বিদায়টা প্রায় নিশ্চিত। এই কারণে এটি দুটি দলের জন্যই বাঁচামরার ম্যাচ।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস ভাগ্য গেছে মাশরাফির পক্ষে। ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক। এই ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকতকে একাদশের বাইরে রেখে মেহেদী হাসান মিরাজকে মূল একাদশে ফেরানো হয়েছে। অ্যাডাম জামপাকে দলে ফিরিয়েছে অসিরা।
ক্রিকেট বিশ্বে এখন পর্যন্ত এই একটি দেশের বিপক্ষেই টাইগারদের পরিসংখ্যানটা একদম যুতসই নয়। ক্রিকেটের সবচেয়ে সফল দলটির বিপক্ষে ২০টি ওয়ানডে খেলে কেবল মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। সেটিও আবার প্রায় এক যুগ আগে। এরপর ক্যাঙ্গারুদের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে ১২টিই পরাজয় বরণ করতে হয়েছে টাইগার ক্রিকেটারদের। একটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।
অসিদের বিপক্ষে ২০০৫ সালে সবেধন নীলমনি একটি জয় পাওয়ার পর এখন পর্যন্ত জিম্বাবুয়েকে ৩৯ বার হারিয়েছে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষেই বাংলাদেশের পরিসংখ্যানটা সবচেয়ে সমৃদ্ধ। এই বাদে নিউজিল্যান্ডকে নয়বার, ওয়েস্ট ইন্ডিজকে সাত, ভারতকে পাঁচ ও দক্ষিণ আফ্রিকাকে তিনবার হারালেও এখনো অজেয় থেকে গেছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, জন হেস্টিংস, মইসেস হেনরিকস, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।
Leave a Reply