আনলিমিটেড নিউজ :: বর্তমানে মাহিয়া মাহি যুক্তরাজ্যে পথে রয়েছেন। কলকাতায় তার নতুন ছবি ‘তুই শুধু আমার’ এর লুক টেস্ট শেষ করে গতকাল রাতের ফ্লাইটে যুক্তরাজ্যে উড়াল দেন তিনি। ১৭ দিনের জন্য যুক্তরাজ্যে ‘তুই শুধু আমার’ শুটিংয়ে গেলেন। ছবিতে মাহির চরিত্রের নাম পিয়া। একজন মডেলের চরিত্রে দেখা মিলবে তাকে। এছাড়া মাহির বিপরীতে থাকছেন তিন নায়ক। শুটিং শেষ করে ঢাকায় ফিরে ঈদ করার ইচ্ছে রয়েছে। যৌথ প্রযোজনার এ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের অনন্য মামুন। পরিচালক অনন্য মামুন বলেন, এ ছবির জন্য বেশ প্রস্তুতি নেয়া হচ্ছে।
আমি আজ রাতে যুক্তরাজ্যে রওনা করবো। সোহম ও মাহির প্রথম কাজ এটি। ভালোভাবে এটি শেষ করার ইচ্ছে রয়েছে।’ ‘তুই শুধু আমার’ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন কলকাতার দুই অভিনেতা সোহম, ওম এবং বাংলাদেশ থেকে আমান রেজা। বাংলাদেশ থেকে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট এবং কলকাতা থেকে ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ। আগামী ঈদুল আজহাকে টার্গেট করে ছবিটি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে।
মাহি অভিনীত বেশকিছু ছবির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে রয়েছে ‘ঢাকা অ্যাটাক’, ‘জান্নাত’, ‘পলকে পলকে তোমাকে চাই’, ‘হারজিৎ’, ‘পবিত্র ভালোবাসা’।
Leave a Reply