আনলিমিটেড নিউজ, নারায়ণগঞ্জ :: নারায়ণগঞ্জে রাতভর অভিযান চালিয়ে অর্ধশতাধিক এম-সিক্সটিন রাইফেল ও রকেট লঞ্চারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে রূপগঞ্জের পূর্বাচল আবাসিক এলাকার ৫ নম্বর সেক্টরে এই অভিযান চালানো হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে শরিফ নামের একজনকে একটি এলএমজিসহ আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী এই অভিযানে যায় পুলিশ। এ সময় দুটি রকেট লঞ্চার, ৬০টি এম-সিক্সটিন রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে। অভিযানে তিনজনকে আটকের কথা জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
এদিকে অস্ত্র উদ্ধারের খবর পেয়ে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। পুলিশ সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান এ তথ্য জানিয়েছেন।
Leave a Reply