আনলিমিটেড নিউজ :: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হারুন হাসনাত (২০) বজ্রপাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের মেইন গেটে এ ঘটনা ঘটে।
হাসনাত ওই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি ফরিদরের নগরকান্দা উপজেলায়।
নিহতের সহপাঠীদের সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুড়ি-গুড়ি বৃষ্টির মধ্যে হারুন বিশ্ববিদ্যালয়ের সামনের দোকান থেকে হলের দিকে যাচ্ছিলেন। তখন বজ্রপাতের ঘটনা ঘটে এবং ওই ছাত্র গুরুতর আহত হন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত অ্যাম্বুলেন্সে করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক রাজীবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে, তাৎক্ষণিকভাবে তিনি ওই ছাত্রের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি।
Leave a Reply